১৫ জানুয়ারি, ২০১৬ ০০:৫৬
বর্তমান সময়ে সেলফি একটি ব্যাধির আকার ধারণ করেছে। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনাবশত মৃত্যুর খবরও জেনেছি আমরা। বাজারে আসছে সেলফি নিয়ন্ত্রণ পিল, সে খবরও পুরনো। নতুন খবর হলো, সেলফির রাজত্ব এবার শেষ হতে চলেছে। তার জায়গায় আসছে ভেলফি! ইতোমধ্যে সেলিব্রিটিদের মধ্যে এই ভেলফি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ভেলফি মানে ভিডিও সেলফি। কোথাও ঘুরতে বা খেতে গিয়ে, বা নিতান্তই বন্ধুদের আড্ডার কয়েক সেকেন্ডের ভিডিও অর্থাৎ ভেলফি তুলুন। এরপর তা পোস্ট করে দিন আপনার প্রিয় সোশ্যাল মাধ্যমে। তারপর দেখুন কতজন এই ভেলফি লাইক করল আর কমেন্ট করল। এই ভেলফির কারণেই আপনি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারেন।
তবে আর দেরি কেন, এখন থেকে সেলফি বাদ দিয়ে লেগে পড়ুন ভেলফি তুলতে। এবার তবে ভেলফির ভেলকি দেখার পালা!
আপনার মন্তব্য