অনলাইন ডেস্ক

১০ মে, ২০১৬ ০১:৩২

নড়াচড়া শনাক্ত করে কাজ করবে টাচস্ক্রিন!

ভবিষ্যতে স্মার্টফোনের স্ক্রিন স্পর্শ না করেই বিভিন্ন কাজ করা যাবে। মাইক্রোসফটের তৈরি নতুন প্রযুক্তির টাচস্ক্রিন কাজে লাগিয়ে এমনটি করা যাবে।

‘প্রি-টাচ সেন্সিং’ প্রযুক্তির টাচস্ক্রিনটিতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের সেন্সর।

এটি স্ক্রিনের ওপরে ব্যবহারকারীদের হাতের নড়াচড়া শনাক্ত করেই সম্ভাব্য কাজের ধরন শনাক্ত করতে পারে। অর্থাৎ স্মার্টফোনে চালু থাকা ভিডিও বন্ধ করতে স্ক্রিনের ওপর আঙুল নাড়ালেই ভিডিও প্লেয়ারের বিভিন্ন অপশন দেখা যাবে।

নতুন এ প্রযুক্তি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
সূত্র : ম্যাশেবল

আপনার মন্তব্য

আলোচিত