অনলাইন ডেস্ক

১০ মে, ২০১৬ ০১:৩২

ডেস্কটপের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ

এবার ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপের জন্য স্বতন্ত্র অ্যাপ তৈরি করছে স্মার্টফোনভিত্তিক জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।

উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য তৈরি অ্যাপটিতে স্মার্টফোনের মতোই বার্তা বা ফাইল বিনিময়ের পাশাপাশি সব সুবিধাই মিলবে।

বর্তমানে ব্রাউজারে ‘হোয়াটসঅ্যাপ ওয়েব ক্লায়েন্ট’ কাজে লাগিয়ে সীমিত পরিসরে এ সুবিধা পাওয়া যায়।

তবে বিষয়টি বেশ জটিল হওয়ায় তেমন জনপ্রিয়তা পায়নি। আর তাই আরো বেশিসংখ্যক ব্যবহারকারীকে অ্যাপটি ব্যবহারের সুযোগ দিতে এ উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

নতুন এ সুবিধা চালুর পাশাপাশি শিগগিরই আইওএস ও অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য ভয়েস মেইল এবং জিপ ফাইল বিনিময়ের সুযোগ চালু করতে যাচ্ছে তারা।

আপনার মন্তব্য

আলোচিত