সিলেটটুডে ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৪৭

কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে সারবে ফুসফুসে রোগ

ফুসফুসের রোগ নিখুঁতভাবে নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা যেতে পারে। সম্প্রতি বেলজিয়ামের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন।

গবেষকেরা বলছেন, মেশিন লার্নিং বা কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদম ব্যবহার করে তথ্য বিশ্লেষণ করতে সক্ষম। গবেষকেরা একটি অ্যালগরিদম প্রক্রিয়া তৈরি করেছেন। এই অ্যালগরিদম ফুসফুসের রোগ নির্ণয় ও চিকিৎসাসংক্রান্ত সম্ভাব্য পরামর্শ দিতে পারে।

গবেষকেরা প্রথমবারের মতো ফুসফুসের কার্যকারিতা পরীক্ষা করেছেন এমন ৯৬৮ জন ব্যক্তির তথ্য বিশ্লেষণ করে এ গবেষণা করেন। সম্প্রতি লন্ডনে ইউরোপিয়ান রেসপাইরেটরি সোসাইটির আন্তর্জাতিক সম্মেলনে এ গবেষণাসংক্রান্ত ফলাফল জানানো হয়

বেলজিয়ামের লুভেন বিশ্ববিদ্যালয়ের গবেষক উইম জ্যানসেন্স বলেন, নিখুঁত রোগ নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সাহায্য করতে পারে।

বর্তমানে চিকিৎসকেরা ফুসফুসের রোগ নির্ণয়ে জনসংখ্যাভিত্তিক বিভিন্ন প্যারামিটার বা ধ্রুবকের ফল ধরে তথ্য বিশ্লেষণ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আরও নিখুঁত তথ্য বিশ্লেষণ করে।
তথ্যসূত্র: আইএএনএস।

আপনার মন্তব্য

আলোচিত