সিলেটটুডে ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৩২

প্রচলিত আইফোনের চেয়ে ভিন্ন হবে আইফোন-৮ এর নকশা!

অনেক অ্যাপলপ্রেমী এখনো আইফোন ৭ হাতে ছুঁয়ে দেখতে পারেননি। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে আইফোন ৮ নিয়ে গুঞ্জন।

আগামী বছর আইফোন ৮ বাজারে ছাড়তে পারে অ্যাপল। ইতিমধ্যে এই ফোন তৈরির কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি।

নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাপলের এক কর্মীর বরাত দিয়ে ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

কেমন হবে আইফোন ৮‍? প্রশ্নটি অ্যাপল ভক্তদের মাথায় ঘুরপাক খেতে পারে। অ্যাপলের ওই কর্মীর ভাষ্য, প্রচলিত আইফোনের চেয়ে আইফোন ৮-এর নকশা ভিন্ন হবে। এজ-টু-এজ ডিসপ্লে, সিরামিক বডি ও উন্নত ক্যামেরা থাকতে পারে এতে।

নতুন আইফোনের নাম ঘিরে অবশ্য নতুন গুঞ্জন উঠেছে। অ্যাপল যদি প্রচলিত পদ্ধতি অনুসরণ করে, তবে নতুন আইফোনটির নাম হতে পারে আইফোন ৭ এস। ২০১৭ সালে বাজারে আসতে পারে এটি। তবে আগামী বছর যেহেতু আইফোনের দশকপূর্তি, অ্যাপল তাই ভিন্ন পথে হাঁটতে পারে। পরবর্তী আইফোনের নাম তাই আইফোন এক্স কিংবা আইফোন ‘এ’ হতে পারে। এ দিয়ে অ্যানিভারসারি বোঝায়।

অ্যাপল অবশ্য আনুষ্ঠানিকভাবে নতুন আইফোন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
তথ্যসূত্র : সি নেট

আপনার মন্তব্য

আলোচিত