সিলেটটুডে অনলাইন ডেস্ক

২৮ নভেম্বর, ২০১৬ ১৫:৪০

নতুন সুবিধা নিয়ে আসছে ভিএলসি মিডিয়া প্লেয়ার

ভিএলসি মিডিয়া প্লেয়ারে নতুন সুবিধা যুক্ত করছে এর নির্মাতা ভিডিওল্যান। যেকোনো ভিডিও ফরম্যাটের ভিডিও দেখার পাশাপাশি ভিএলসি ব্যবহারকারীরা ৩৬০ ডিগ্রি ভিডিও দেখতে পাবেন এতে।

সম্প্রতি ভিএলসি ডেস্কটপ অ্যাপের জন্য টেকনিক্যাল প্রিভিউ উন্মুক্ত করেছে ভিডিওল্যান। উইন্ডোজ ও ম্যাকে এখন প্রিভিউ সংস্করণটি পাওয়া যাবে। এর পূর্ণ সংস্করণ আসবে ভিএলসি ৩.০ হালনাগাদের পর। শিগগিরই পূর্ণ সংস্করণ ছাড়ার ঘোষণা দিয়েছে ভিডিওল্যান কর্তৃপক্ষ।

জনপ্রিয় এ মিডিয়া প্লেয়ারে ৩৬০ ডিগ্রি ভিডিও দেখার সুবিধা আনতে ভিডিওল্যান কর্তৃপক্ষ ৩৬০ ডিগ্রি ক্যামেরা নির্মাতা জিরোপটিকের সঙ্গে কাজ করছে। এর ফলে ছবি, প্যানোরোমা ও ভিডিও সহজে দেখা যাবে। মাউস ও কিবোর্ড ব্যবহার করে ফুটেজ নিয়ন্ত্রণ করা যাবে। ভিএলসি মোবাইল অ্যাপেও এ সুবিধা চলে আসবে।

ভিডিওল্যান জানিয়েছে, আগামী বছর থেকে ভিএলসি মিডিয়া প্লেয়ার ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআর) হেডসেট সমর্থন করবে। অকুলাস রিফট, গুগল ডেড্রিম, এইচটিসি ভাইভ হেডসেট সমর্থন করার কথা জানিয়েছে ভিডিওল্যান। হেড ট্র্যাকিং হেডফোন ছাড়াও ৩৬০ ডিগ্রি অডিও সমর্থন করবে এই মিডিয়া প্লেয়ার।
তথ্যসূত্র: এনগ্যাজেটস

আপনার মন্তব্য

আলোচিত