নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০১৭ ১৭:৪৮

‘এমবিলিয়নথ অ্যাওয়ার্ডস’-এর সংক্ষিপ্ত তালিকায় ‘আমার এমপি ডটকম’

‘এমবিলিয়নথ অ্যাওয়ার্ডস-২০১৭’-এর মনোনয়নের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে বাংলাভাষাভিত্তিক আমারএমপিডটকম। সংক্ষিপ্ত তালিকায় ৬৫টি ওয়েবসাইট রয়েছে। এ তালিকায় স্থান পেতে দক্ষিণ এশিয়ার ২৯৪টি ওয়েবসাইট আবেদন করেছিল।

আমার এমপি ডটকমকে সরকারি ও নাগরিক অংশগ্রহণের অধীনে তালিকাভুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আমারএমপি ডটকমের সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট সুশান্ত দাস গুপ্ত।

আগামী ৪ আগস্ট নয়াদিল্লিতে ‘এমবিলিয়নথ অ্যাওয়ার্ড গালা ২০১৭’ অনুষ্ঠানে বিজয়ী ওয়েবসাইটগুলোর নাম ঘোষণা করা হবে।

চলতি বছরের মার্চে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচিত ৩০০ এবং সংরক্ষিত ৫০টি নারী আসনের এমপিদের সাথে জনগণের সরাসরি যোগাযোগের জন্য ‘আমার এমপি ডট কম’সাইটটি চালু হয়। ইতোমধ্যেই এ ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন অনেক সাংসদ।

সাইটটিতে রয়েছে দেশের সব এমপির তথ্য। যে কেউ ওয়েবসাইটে ঢুকে নিজের এলাকা ও এমপির নাম দিলেই তার সব তথ্য চলে আসবে। নির্বাচন কমিশনে দাখিল করা এমপিদের সকল সম্পদ বিবরণীও রয়েছে সেখানে।

এমবিলিয়নথ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকা দেখতে ক্লিক করুন

আপনার মন্তব্য

আলোচিত