সিলেটটুডে ডেস্ক

২৪ জুন, ২০১৭ ১৪:৫২

গুগল ডুডলে নারী বিশ্বকাপ

সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগল নারী বিশ্বকাপ উপলক্ষে অ্যানিমেটেড ডুডল করেছে।

‘ক্রিকেট’ বলে একটি ঝিঁঝিঁপোকাকে মূল চরিত্র সাজিয়ে ছোট একটি অ্যানিমেটেড গেম তৈরি করা হয়েছে। এর আগে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একইরকম অ্যানিমেটেড গেম তৈরি করেছিলো গুগল।

সেখানে ব্যাটসম্যান দুটো ঝিঁঝিঁপোকা। আর বোলার এবং ফিল্ডার শামুক। ডুডলের প্রথম স্ক্রিনে ক্লিক করলে খেলার অপশন চলে আসবে। প্রথমবার ক্লিক করার পর বোলার বল করতে এগিয়ে আসবে। আর তখনই সুযোগ বুঝে স্ক্রিনের নিচে ক্রিকেট ব্যাটের ছবিযুক্ত বাটনে ক্লিক করে ব্যাট চালাতে হবে।

ব্যাটেবলে মিলে গেলে রান নিতে ছুটবে দুই ঝিঁঝিঁপোকা। এদিক-ওদিকে হলে আউট! আউটে ঝিঁঝিঁপোকাটি হাঁসে পরিণত হবে।

ইংল্যান্ড-ভারত এবং নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচের মধ্যদিয়ে শুরু ২১ দিন ধরে চলা এই টুর্নামেন্টে সর্বমোট ২৮টি রাউন্ড রবিন লিগের ম্যাচে আটটি দল একে অপরের মুখোমুখি হবে। ম্যাচগুলো ব্রিস্টল, ডার্বি, লিস্টার ও টনটনে অনুষ্ঠিত হবে। গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

আপনার মন্তব্য

আলোচিত