সিলেটটুডে ডেস্ক

২৯ জুলাই, ২০১৫ ০২:৩২

ফেসবুকে মৃত ব্যক্তির উত্তরাধিকারী ব্যবস্থা চালু!

প্রাথমিক অবস্থায় আমেরিকা থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো ফেসবুকের নতুন সুবিধা 'লিগেসি কন্টাক্টস'। ফেসবুক অধিকাংশ ক্ষেত্রেই তার ব্যবহারকারীদের নতুন ব্যবস্থা আমেরিকা থেকে চালু করে থাকে।  

সোমবার (২৭ জুলাই) থেকে যুক্তরাজ্যের প্রায় সাড়ে তিন কোটি ব্যবহারকারী সুবিধাটি পাচ্ছেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য সীমিত পরিসরে সেবাটি চালু হয়।

মৃত্যুর পর ব্যবহারকারীর মনোনীত ব্যক্তিকে তার অ্যাকাউন্ট তদারক করার ক্ষমতা দেবে 'লিগেসি কন্টাক্টস'। সুবিধাটি পেতে হলে জীবিত অবস্থাতেই উত্তরাধিকারী নিযুক্ত করে দিতে হবে ব্যবহারকারীকে। কেউ যদি মৃত্যুর পর অ্যাকাউন্ট ডিলিট করে দিতে চান সে ব্যবস্থাও আছে এতে।

ফেসবুকের পণ্য ব্যবস্থাপক ভেনেসা ক্যালিসন বুস জানান, উত্তরাধিকারী অ্যাকাউন্টের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবেন। স্টেটাস পোস্ট ও প্রোফাইল ছবি পরিবর্তন, বন্ধু হওয়ার অনুরোধ গ্রহণ বা প্রত্যাখ্যান, পোস্ট সম্পাদন, ট্যাগ মুছে ফেলা ও অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ক্ষমতা পাবেন তিনি।

অন্যান্য দেশের ব্যবহারকারীরা কবে থেকে সুবিধাটি পাবে তা এখনও জানানো হয়নি। সূত্র : ডেইলি মেইল।

আপনার মন্তব্য

আলোচিত