সিলেটটুডে ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০১৯ ২১:৩৩

অ্যানিমেটেড পিএনজি ছবি নিষিদ্ধ করল টুইটার

অ্যানিমেটেড পিএনজি ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে টুইটার।

মৃগী রোগীদের অ্যাকাউন্টে অ্যানিমেটেড ছবি বিপজ্জনক, এ অভিযোগে পিএনজি ফরম্যাটের অ্যানিমেটেড ছবি নিষিদ্ধ করল টুইটার।

ভার্জ সূত্রে জানা যায়, টুইটার কর্তৃপক্ষ এক ধরনের বাগের সন্ধান পায় যার কারণে সেটিংসে অ্যানিমেটেড ছবি স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার অপশনটি নিজে থেকেই চালু হয়ে যায়।

টুইটারের পক্ষ থেকে বলা হয়, আমরা চাই অ্যাকাউন্টটি সবার জন্য নিরাপদ থাকুক। পিএনজি ফাইলগুলোতে সাধারণত মজার বিষয়গুলো থাকে। কিন্তু সেটিংস’র এই অপশনটি যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে অ্যানিমেটেড ছবি বন্ধ করে দেওয়াই ভালো। মূলত মৃগী রোগীদের নিরাপত্তার স্বার্থেই সিদ্ধান্তটি নেওয়া হল। তবে এ পর্যন্ত যেসব পিএনজি ফাইল টুইটারে আপলোড করা হয়েছে সেগুলো ডিলিট করবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এরপর থেকে শুধু জিআইএফ ফরম্যাটের ছবিগুলো চলবে এই প্ল্যাটফর্মে।

ভার্জ আরও জানায়, অ্যানিমেটেড ছবি কখনও কখনও মরণ ঘাতকও হতে পারে। টুইটার জানায় তারা পিএনজি ছবির বিপরীতে এমন কোনও ফিচার খুঁজছে যা ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিতে পারবে।

আপনার মন্তব্য

আলোচিত