সিলেটটুডে ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২০ ২১:৪৪

বাজারে আসছে জন উইক গেম

হলিউডের অ্যাকশন চলচ্চিত্র ‘জন উইক’ নিয়ে তৈরি হয়েছে গেম।

উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীদের জন্য অক্টোবরের ৮ তারিখে অবমুক্ত হবে ‘জন উইক হেক্স’ নামের এ গেমটি। তবে এটিকে অ্যাকশন নয়, স্ট্র্যাটিজিক গেম হিসেবে ডিজাইন করা হয়েছে।

জানা যায়, ‘জন উইক হেক্স’-এর গ্রাফিক্স ডিজাইন করা হয়েছে কমিক-বুক স্টাইল আর্টে। ফলে খেলার সময় ভিন্ন স্বাদের গ্রাফিক পাবেন গেমাররা। স্বল্প অ্যামো, সীমিত রিলোড টাইমের মতো প্রতিবন্ধকতা রাখা হয়েছে গেমে।

গেমটি তৈরির সময় পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন মূল চলচ্চিত্রের স্টান্ট কো-অর্ডিনেটর জোজো ইউসেবো।

গেমটির ডেভেলপমেন্টে কাজ করেছে লায়ন্সগেট গেমস, গুড শেপার্ড এন্টারটেইনমেন্ট ও বিথেল গেমস। এপিক গেমস স্টোর থেকে ২০ ডলার ৯৯ সেন্টের বিনিময়ে প্রি-অর্ডার করা যাবে গেমটি।

পরে কনসোলের জন্যও গেমটি বের হতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত