আন্তর্জাতিক ডেস্ক

০৪ নভেম্বর, ২০২০ ১২:০০

ভিয়েনায় হামলার দায় স্বীকার আইএসের

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একাধিক সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। একই সাথে এ ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার অস্ট্রিয়ান পুলিশের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
 
গত সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ছয়টি ভিন্ন ভিন্ন জায়গায় সশস্ত্র বন্দুকধারীরা হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২২ জন। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছেন এক হামলাকারীও। জানা গেছে ২০ বছর বয়সী ওই হামলাকারী গত ডিসেম্বরে জেল থেকে মুক্তি পেয়েছিলেন।

বিজ্ঞাপন

অস্ট্রিয়ান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ বলেন, নিহতদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ নারী, পুরুষ , যুবক এবং একজন রেস্টুরেন্ট কর্মী রয়েছেন।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহমার এ দিন বলেন, আমরা নিশ্চিত, কোনও জঙ্গি সংগঠনই এই হামলা চালিয়েছে।

এদিকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ভিয়েনায় সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে। একটি বিবৃতিতে কোনো প্রমাণ না দিয়ে কমপক্ষে চারজনকে হত্যা এবং ২২ জনকে আহত করেছে বলে তারা দাবি করেছে।

আপনার মন্তব্য

আলোচিত