সিলেটটুডে ডেস্ক

২৬ অক্টোবর, ২০১৫ ২৩:১৭

এবার ২ টন মাদকসহ এক সৌদি যুবরাজ আটক

সৌদি রাজপরিবারের সদস্যদের বিশ্বব্যাপী নানা কেলেঙ্কারির খবরের পর এবার মাদক কেলেঙ্কারির অভিযোগ ওঠেছে এক সৌদি যুবরাজের বিরুদ্ধে। আল মোহসিন বিন ওয়ালিদ বিন আবদুল আজিজ আল সৌদ নামের এ যুবরাজের ব্যক্তিগত বিমান থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

লেবাননের বৈরুত বিমানবন্দরে এক সৌদি যুবরাজের ব্যক্তিগত বিমান থেকে দুই টন মাদকদ্রব্য উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৬ অক্টোবর) লেবাননের বৈরুতস্থ রফিক হারিরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সৌদি আরবে রওনা হওয়ার আগে বিমানে তল্লাশি চালায় লেবাননের নিরাপত্তাবাহিনী। সেসময় ৪০টি প্যাকেটে রাখা ২ টন মাদক উদ্ধার করে সেখানকার আইন-শৃঙ্খলা বাহিনী।

বিপুল পরিমাণ মাদকবহনের দায়ে আল মোহসিন বিন ওয়ালিদ বিন আবদুল আজিজ আল সৌদ নামের এ যুবরাজ ও তার চার সহযোগিকে আটক করা হয়। মাদক বহনের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে লেবাননের কর্মকর্তারা।

গত সেপ্টেম্বরে আরেক সৌদি যুবরাজ মাজেদ আবদুল আজিজ আল সৌদকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস পুলিশ।

পরে মাজেদের বিরুদ্ধে অতিমাত্রায় মাদক সেবন ও নারী নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়। সৌদি আরবে সমকামিতা নিষিদ্ধ হলেও ওই যুবরাজ পুরুষ কর্মীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ ওঠে।

আপনার মন্তব্য

আলোচিত