আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর, ২০১৫ ১১:১৪

চিলিতে ৬ দশমিক ৯ মাত্রার ভূকম্পন

চিলিতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে ব্যাপক কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। ওই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
 
স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ৫৪ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার ৭টা ৫৪ মিনিট) ওই ভূকম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির বন্দরনগরী কোকুইম্বো থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমের সমুদ্র তীরবর্তী অঞ্চলে। প্রাথমিকভাবে রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ৬ দশমিক ৬ ছিল বলে জানিয়েছিল ইউএসজিএস।
 
এদিকে প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্রের তথ্য, ওই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
 
চিলির ন্যাশনাল ইমারজেন্সি অফিস জানান, প্রাথমিকভাব হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
 
চিলি ভূকম্পন অঞ্চলে অবস্থিত। গত সেপ্টেম্বরে এ অঞ্চলে ৮ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পন হয়। যাতে ১৫ জনের মৃত্যু হয়। ঘরছাড়া হয় ১৬ হাজার মানুষ। ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাংশে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পন  হয়।
 
সূত্র: এএফপি

আপনার মন্তব্য

আলোচিত