সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩ নভেম্বর, ২০১৫ ০১:৪৬

অনুপ চেটিয়ার অপেক্ষায় পরিবার, আসামের সরকার চায় শান্তি আলোচনা

আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা অনুপ চেটিয়াকে মঙ্গলবার মধ্যরাতেই ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। সে খবর এখন ভারতের সকল সংবাদ মাধ্যমের প্রধান আলোচ্য।

তবে অনুপ চেটিয়ার ফেরার খবরে তাঁর নিজ অঞ্চল আসাম, মেঘালয়ের মানুষের রয়েছে বিশেষ আগ্রহ। নামের পাশে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী উপাধি থাকলে কি হবে তাঁর দেশে ফেরার খবরে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে অনুপ উরফে গোলাপ বড়ুয়ার নিজ এলাকা আসামের তিনসুকিয়া জেলার জেরাইগাঁওয়ে। এমন খবরই প্রকাশ করেছে আসামের বাংলা দৈনিক যুগশঙ্খ।

অনুপ চেটিয়াকে গৌহাটি নিয়ে আসা হবে এমন খবরে তিনসুকিয়া থেকে ইতিমধ্যে তাঁর স্ত্রী মণিকার বড়ুয়া এবং ছেলে জুমন বড়ুয়া গৌহাটি চলে এসেছেন। আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈও কেন্দ্রের কাছে দাবি তোলেছেন অনুপকে আসামের হাতে ফিরিয়ে দিতে।

গগৈ বলেছেন "আমি আশা করি বাংলাদেশ যেভাবে অনুপকে ভারতের কাছে হস্তান্তর করেছে তেমনি ভারতের কেন্দ্রীয় সরকারও অনুপকে আসাম রাজ্য সরকারের হাতে তোলে দিবে"।

তবে আপাতত অনুপ আছেন দিল্লিতে, সেখানে ৯৮ সালের এক মামলায় তাকে ছয় দিনের জিজ্ঞাসাবাদে নিয়েছে সিবিআই। এরপর তাকে গৌহাটিতে স্থানান্তর করা হতে পারে বলে জানা গেছে।

১৮ বছর আগে ১৯৯৭ সালে বাংলাদেশ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন উলফা নেতা গোলাপ ওরফে অনুপ চেটিয়া। তখন সাথে ছিলেন স্ত্রী মণিকাও। তবে ছেলেমেয়েদের নিয়ে মণিকার পরে আসামে ফিরে যান। সেসময় ছেলে জুমনের বয়স ছিল ৭ আর মেয়ের ছিল ২ বছর। ছেলেমেয়ে দুজনেই এখন সাবালক সাবালিকা। দীর্ঘদিন পর বাবাকে দেখার জন্য মুখিয়ে আছেন তারাও।

এদিকে আসামের সরকার জানিয়েছে, অনুপকে তাদের হাতে তোলে দিলে তাঁর মাধ্যমে উলফার সাথে শান্তি আলোচনা শুরু করতে পারবে তারা। আসামের মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি আলোচনা ছাড়া বিকল্প কিছু দেখছেন না তারা।

আপনার মন্তব্য

আলোচিত