ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩ নভেম্বর, ২০১৫ ১২:০১

ব্রিটিশ ‘জিহাদি জন’কে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়া ব্রিটিশ নাগরিক ‘জিহাদি জন’কে লক্ষ্য করে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

কুয়েতি বংশোদ্ভূত ব্রিটিশ জঙ্গি জিহাদি জনের প্রকৃত নাম মোহাম্মেদ ইমওয়াজি।

পেন্টাগনের বরাতে বিবিসি বলছে, সিরিয়ার রাক্কার কাছে এই কুখ্যাত জঙ্গিকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

ইমওয়াজিকে আইএসের বিভিন্ন ভিডিও ফুটেজে পশ্চিমা বন্দিদের শিরশ্ছেদে হত্যা করতে দেখা গেছে। আর এরপরই তাকে ধরার জন্য বিশ্বব্যাপী অভিযান শুরু হয়।

পেন্টাগন জানিয়েছে, তারা এখনো বিমান হামলার ফলাফল মূল্যায়ন করছে। বৃহস্পতিবার বিমান হামলাটি পরিচালনা করা হয়।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক বলেন, এটি প্রাথমিক তথ্য।

২০১৪ সালের অগাস্টে একটি ভিডিও ফুটেজ অনলাইনে পোস্ট করা হয়। তাতে দেখা যায় ইমওয়াজি মার্কিন সাংবাদিক জেমস ফোলিকে শিরশ্ছেদে হত্যা করছেন।

এরমধ্যদিয়েই ইমওয়াজির ব্যাপারে বিশ্ববাসী প্রথম জানতে পারেন।

পরবর্তী সময়ে মার্কিন সাংবাদিক স্টিভেন সতলফ, ব্রিটিশ ত্রাণকর্মী ডেভিড হাইনেস ও ট্যাক্সিচালখ অ্যালান হেনিং এবং মার্কিন ত্রাণকর্মী আবদুল রহমান কাসিগকে শিরশ্ছেদে হত্যার চিত্র ধারণ করা হয়। প্রত্যেকের হত্যাকারী এই ইমওয়াজি।

প্রতিটি ভিডিওতেই ইমওয়াজি মুখঢাকা কালো পোশাক পরে উপস্থিত হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত