ইন্টারন্যাশনাল ডেস্ক

২৩ নভেম্বর, ২০১৫ ১১:৪৮

আর্জেন্টিনায় মাউরেসিও মাক্রির জয়

আর্জেন্টিনার নির্বাচনে নতুন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন বিরোধী প্রার্থী অর্থাৎ বুয়েনোস আয়ার্সের মেয়র মাউরেসিও মাক্রি।

বিবিসি জানিয়েছে, ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বিদায়ী প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্ডেয ডি কির্চনারের মনোনীত প্রার্থী ড্যানিয়েল স্কিওলি।

এক দশকেরও বেশি সময় পরে দেশটিতে একজন মধ্য-ডানপন্থী নেতা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন।

টেলিভিশন স্ক্রলে নির্বাচনী কেন্দ্রগুলো থেকে আসা ভোটের ফলাফল দেখে মি. মাক্রির উল্লসিত সমর্থকেরা রাস্তায় নেমে আনন্দ মিছিল করছে এখন।

তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে মি. মাক্রি মাত্র চার শতাংশ ভোটের ব্যবধানে জিতেছেন।

নির্বাচনে দেশের ৬৬ শতাংশ লোক ভোট দিয়েছেন বলে নির্বাচন কর্তৃপক্ষ জানাচ্ছে।

মাক্রির নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল, দেশে নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, এবং দুর্নীতি দমন করে অর্থনীতিতে প্রান সঞ্চার করা হবে।

মাক্রির নির্বাচনী প্রচার কাজের ম্যানেজার মাকোর্স পেনা প্রাথমিক ফলাফলের পর বলছিলেন, আমরা ভীষণ আনন্দিত।

আপনার মন্তব্য

আলোচিত