সিলেটটুডে ওয়েব ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০১৫ ০০:১২

আলোচনায় বাড়ির দেয়ালের ‘দানব’ টিকটিকি

পাঁচ ফুট লম্বা আর ২০ কেজি ওজনের টিকটিকি সেঁটে বেড়াচ্ছে বাড়ির দেয়ালে। কল্পনায় নয় বাস্তবেই ঘটেছে এমনটি।  বাড়ির বাগানে টুকিটাকি কাজ সারছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা এরিক হোলান্দ। হঠাৎ খসখস শব্দ আসে বাড়ির পিছন দিক থেকে।

কৌতূহলের চোটে বাড়ির পিছনে গিয়ে এক্কেবারে থ হোলান্দ। দেওয়ালে হেঁটে চলে বেড়াচ্ছে! লেজ দিয়ে মনের সুখে ঘা মেরে যাচ্ছে ড্রেন পাইপে। আর সেই থেকেই তৈরি হচ্ছে যান্তব শব্দ।

প্রথমে তো বেশ ঘাবরে গিয়ে ছিলেন তিনি। একটু ধাতস্ত হয়েই পকেট থেকে স্মার্ট ফোনটা বের করে করে তুলে ফেললেন দৈত্য টিকটিকির ছবি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে এখন রীতিমত ভাইরাল। সবার ওয়ালে ওয়ালে তাকে নিয়েই জমিয়ে চলছে আলোচনা।

এই দৈত্য টিকটিকির ইংরেজি নাম মনিটর লিজার্ড। পৃথিবীর বৃহত্তম টিকটিকি এরাই। সাড়ে ছ’ফুটেরও বেশি লম্বা হয় পূর্ণ বয়স্ক এই টিকটিকি। স্থানীয় বন্যপ্রাণী কর্তারা জানিয়েছেন হোলান্ডের বাগানে এই অনাহূত অতিথির আগমন বিস্ময় জাগালেও নিউ সাউথ ওয়েলসে খুব একটা বিরল নয় মনিটর লিজার্ডরা।

আপনার মন্তব্য

আলোচিত