আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০১৫ ০০:২৩

বিশ্বে তেলের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে

উৎপাদন অব্যাহত থাকায় গত ছয় বছরে বিশ্বে তেলের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি নেমে গেছে ৪১ ডলারের নিচে।

ব্যারেল প্রতি পাঁচ দশমিক তিন শতাংশ কমে ৪০ দশমিক ৭৩ ডলারে বিক্রি হচ্ছে অপরিশোধিত তেল।

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চিত অবস্থা এবং ওপেক ভুক্ত তেল উৎপাদনকারী দেশগুলো উৎপাদন কমাতে রাজি না হওয়াই বিশ্ব বাজারে তেলের দাম কমে যাওয়ার কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বে তেলের চাহিদার ত্রিশ শতাংশই উৎপাদন করে ওপেকভুক্ত দেশগুলো।

আপনার মন্তব্য

আলোচিত