সিলেটটুডে ডেস্ক

১০ ডিসেম্বর, ২০১৫ ০২:৩৫

কান্দাহারে তালেবান হামলায় নিহত ৪৬

আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে তুমুল গোলাগুলিতে অন্তত ৪৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে আছেন নিরাপত্তা কর্মকর্তা, তালেবান যোদ্ধা এবং বেসামরিক নাগরিক।

বিবিসি বলছে, জঙ্গি-বিদ্রোহী গোষ্ঠী তালেবান এই হামলায় দায় স্বীকার করেছে।

তালেবান জঙ্গিরা কয়েকজন মানুষকে জিম্মিও করে। মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দরটিতে গোলাগুলি শুরু হয়। তবে পরবর্তীতে আফগান টোলো নিউজ টিভি লড়াই বন্ধ হওয়ার খবর জানিয়েছে। বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

আফগান প্রতিরক্ষামন্ত্রণালয় হামলায় ৩৭ জন বেসামরিক নাগরিক, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৯ তালেবান নিহত হওয়ার খবর দিয়েছে। আরও ৩৫ জন আহত হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

সামরিক হাসপাতালের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বিবিসি কে বলেছেন, তারা ৪ সেনার লাশসহ ৪১ টি মৃতদেহ পেয়েছেন।

অন্যদিকে, তালেবান তাদের এক বিবৃতিতে হামলায় ৮০ সেনা হত্যার দাবি করেছে। তবে এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।

নিরাপত্তা রক্ষায় বড় ধরনের ব্যর্থতার কারণেই এ হামলা হয়েছে বলে জানিয়েছেন সংবাদদাতারা।

প্রাদেশিক সরকারের মুখপাত্র শামিম খোপালওয়াক এর আগে জানান, হামলাকারীরা দক্ষিণাঞ্চলীয় এই শহরটির বিমানবন্দরের প্রথম ফটক ভেঙে ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়।

বিমানবন্দরটির চত্বরে দেশটিতে অবস্থানকারী নেটো ও আফগান সেনাবাহিনীর সদরদপ্তর।

ওই মুখপাত্র আরও বলেন, “বেশ কয়েকজন হামলাকারী’ এ ঘটনা ঘটায়। বিমানবন্দর এলাকার ভেতরে একটি স্কুলে জঙ্গি-বিদ্রোহীরা অবস্থান নিয়েছিল।

কর্মকর্তারা জানান, হামলাকারীরা বিমানবন্দরের ভেতরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে  প্রবল প্রতিরোধ গড়ে। সেখানে নিরাপত্তা বাহিনীর স্থানীয় সদস্যসহ কমান্ডোও পাঠানো হয়।

কান্দাহার বিমানবন্দরের পরিচালক আহমাদুল্লাহ ফাইজি জানান, গোলাগুলির কারণে বিমানবন্দরের ভেতরে বেশকিছু যাত্রী আটকা পড়ে।

গেল বছর আফগানিস্তান থেকে নেটো ও যুক্তরাষ্ট্রের অধিকাংশ সেনা ফিরিয়ে নেওয়ার পর থেকে দেশটিতে সংঘাত-সহিংসতা বেড়ে গেছে।

আপনার মন্তব্য

আলোচিত