নিউজ ডেস্ক

০৩ এপ্রিল, ২০২২ ১১:১১

ব্রাজিলে ভূমিধস, ১৪ জনের প্রাণহানি

ব্রাজিলে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।


দেশটির রিউ দি জানেইরু প্রদেশে গত দুই দিন ধরে তুমুল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কেবল একদিনেই পারাচিতে ৩২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ছয় মাসের গড় বৃষ্টিপাতের সমান।

এতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। প্রাদেশিক কর্মকর্তারা জানান, পন্টা নেগ্রা এলাকায় ভূমিধসে মা ও তার পাঁচ সন্তানের মৃত্যু হয়েছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে অতিবৃষ্টিতে শহরের রাস্তাগুলো প্লাবিত হওয়ায় গাড়ি চলাচলে বাধার মুখে পড়ে। ঝড়ের কারণে দেখা দেয় ভূমিধস।

ব্রাজিলে বর্ষাকালে প্রায়শই পাহাড় ধসের ঘটনায় বহু মানুষ প্রাণ হারান।

আপনার মন্তব্য

আলোচিত