আন্তর্জাতিক ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২৩ ১২:২৯

তাইওয়ানে ৬.৩ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানের পূর্ব উপকূলে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৪ দশমিক ৬ মাত্রা রেকর্ড করা হয়েছে। তাইওয়ানের দ্বীপের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার (২৪ ডিসেম্বর) তাইওয়ানের আবহাওয়া ব্যুরো জানিয়েছে অনুভূত ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের তাইতুং কাউন্টি থেকে ১৬ দশমিক ৫কিলোমিটার গভীর সমুদ্রে।

ভূমিকম্পটি শুধু কাউন্টি গ্রামীণ অঞ্চলে অনুভূত হয়েছে। তাইওনের রাজধানী তাইপেইতে ভূমিকম্প অনুভূত হয়নি। তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত তাই সাধারণত অঞ্চলটি ভূমিকম্প প্রবণ।

আপনার মন্তব্য

আলোচিত