সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২০ জুন, ২০১৬ ১০:২৮

মার্কিন ঘাঁটির বিরুদ্ধে ওকিনাওয়ায় ‘ঐতিহাসিক’ বিক্ষোভ

জাপানের ওকিনাওয়া দ্বীপে হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রের ঘাঁটির বিরুদ্ধে 'ঐতিাসিক' বিক্ষোভ করেছে।

জাপানে মার্কিন সেনা উপস্থিতি এবং তাদের ধর্ষণ ও হত্যার মতো নানা অপতৎপরতার বিরুদ্ধে ওকিনাওয়ায় ২ দশকের মধ্যে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।

ওকিনাওয়া দ্বীপের রাজধানী নাহা’র একটি পার্কে রোববার এ বিক্ষোভ হয়। আয়োজনকারীরা বলছেন, বিক্ষোভে ৬৫ হাজার মানুষ যোগ দিয়েছে।

সম্প্রতি ২০ বছর বয়সী এক তরুণী সাবেক এক মার্কিন মেরিন সেনার কাছে ধর্ষণ ও হত্যার শিকার হওয়ার ঘটনায় ওকিনাওয়াবাসী ক্ষুব্ধ।

মার্কিন সামরিক ঘাঁটির বিরুদ্ধে দীর্ঘদিনের বিরোধিতা এ ঘটনার ফলে আরও জোরালো হয়েছে। বিক্ষোভকারীরা মার্কিন সেনা সদস্যদের দ্বীপটি থেকে সরিয়ে নেওয়ার আহবান জানাচ্ছে।

ওকিনাওয়াতে ৩০ হাজার সামরিক কর্মকর্তা ও বেসামরিক ঠিকাদারসহ ৫০ হাজার মার্কিনি রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত