অনলাইন ডেস্ক

২০ জুন, ২০১৬ ২০:৫১

বিশ্বের প্রথম শহরের প্রথম নারী মেয়র

বিশ্বের প্রথম মিউনিসিপ্যালিটি ইটালির রোম-এ প্রথমবারের মত একজন নারী মেয়র নির্বাচিত হয়েছেন।

বিশ্বায়নবিরোধী ফাইভ স্টার মুভমেন্টের নেত্রী ও আইনজীবী ভার্জিনিয়া র‌্যাজ্জি ক্ষমতাসীন কেন্দ্রীয় বামপন্থী ডেমোক্রেটিক পার্টির প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়েছেন।

তুরিন শহরেও ফাইভ স্টার মুভমেন্টের আরেক নেত্রী চিয়ারা অ্যাপেনডিনো মেয়র পদে নির্বাচিত হয়েছেন। বিশ্বায়নবিরোধী ফাইভ স্টার মুভমেন্টের এই জয় প্রধানমন্ত্রী ম্যাত্তিও রেঞ্জির দলের জন্য বড় আঘাত।

দুর্নীতি নির্মূল, মাফিয়া চক্রের দমন, ময়লা-আবর্জনা মুক্ত শহর এবং গণপরিবহন ও গৃহায়নে অনিয়ম দূর করতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন রোমের নতুন মেয়র ভার্জিনিয়া র‌্যাজ্জি।

আপনার মন্তব্য

আলোচিত