সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৭ জুন, ২০১৬ ২২:০৫

কয়েদী নেই তাই নেদারল্যান্ডে বন্ধ হচ্ছে ১৮টি কারাগার

নেদারল্যান্ডসে অপরাধীর সংকটে ১৮টি কারাগার বন্ধ করে দিচ্ছে সরকার। বিভিন্ন অপরাধে বন্দিদের সংশোধন করার কার্যক্রম পরিচালনা করায় অনেক অপরাধী সংশোধিত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।

গত কয়েক বছর ধরে এই প্রক্রিয়া চলার কারণে সেদেশের কারাগারগুলোতে অপরাধীর হার দ্রুত হ্রাস পাচ্ছে।  এর আগে প্রতিবেশী দেশ নরওয়ে থেকে ২৪০ কয়েদীকে নিয়ে এসে একটি জেল সচল রাখা হয়েছিল। কিন্তু আর এমন করতে নারাজ সরকার। এর ফলে প্রায় দেড় হাজার কর্মী কাজ হারাচ্ছেন। প্রায় ৭০০ কর্মীকে অন্যান্য সরকারি কাজে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছে সরকার

গত সপ্তাহে সেদেশের বিচারমন্ত্রী আর্ড ডার স্তেউর পার্লামেন্টে ঘোষণা করেছেন, নেদারল্যান্ডসের মতো ছোট দেশে আলাদা আলাদা প্রান্তে জেল সচল রাখার অর্থ পুরো জেল ব্যবস্থাকে সচল রাখা। তাই জেলগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিতে হচ্ছে।

তার এই ঘোষণার পর কারাগার বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।


আপনার মন্তব্য

আলোচিত