সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬ জুলাই, ২০১৬ ১৩:০৬

তুর্কি জেনারেল হুলুসি আকারকে পাওয়া গেছে

সেনা অভ্যুত্থানের চেষ্টার পর 'নিখোঁজ' হয়ে যাওয়া তুরস্কের সেনাবাহিনীর চিফ অব স্টাফ হুলুসি আকারকে উদ্ধার করা হয়েছে। দেশটির নিরাপত্তাকর্মীরা তাঁকে নিরাপদ জায়গায় নিয়ে গেছেন বলে খবর দিয়েছে এএফপি।

খবরে বলা হয়, আঙ্কারা থেকে উত্তর-পশ্চিমে আতিনজি বিমানঘাঁটিতে অভিযান চালিয়ে জেনারেল হুলুসি আকারকে উদ্ধার করা হয়। এর আগে প্রাথমিকভাবে জানা গিয়েছিল, শুক্রবার রাতে সেনা অভ্যুত্থানকারীরা তাঁকে জিম্মি করেছিল।

তবে আজ শনিবার সকালে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইস্তাম্বুলে বলেন, সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল হুলুসি আকার কোথায়, কী অবস্থায় আছেন, তিনি জানেন না।

গতকাল রাত থেকে তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা চলেছে। আজ সকালেও দেশটির বড় বড় শহরে বিস্ফোরণ, গুলি ও সংঘর্ষ চলছে। অভ্যুত্থানের চেষ্টাকালে সহিংসতায় এ পর্যন্ত ৬০ জন নিহত হয়েছে। আটক করা হয়েছে ৭৫৪ জন সেনাকে। আত্মসমর্পণ করেছে কিছু সেনা।

আপনার মন্তব্য

আলোচিত