সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬ জুলাই, ২০১৬ ১৩:১৩

তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার তীব্র নিন্দা ইরানের

তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। খবর রেডিও তেহরানের।

খবরে বলা হয়েছে  ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব ও সর্বোচ্চ নেতার প্রতিনিধি আলী শামখানি এই অভ্যুত্থান চেষ্টার নিন্দা করে বলেছেন, "ইরান তুরস্কের নির্বাচিত সরকারের প্রতি সমর্থন ঘোষণা করছে এবং দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর যে কোনো পদক্ষেপের নিন্দা জানাচ্ছে।"

তিনি আরও বলেন, "তুরস্কে সংকট সৃষ্টির শুরু থেকেই দেশটির নিরাপত্তা কর্মকর্তা ও রাজনীতিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি এবং পুরো পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণে ছিল।"

জাতীয় নিরাপত্তা, স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় তুর্কি জনগণের অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, যে কোনো দেশের জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষাই হলো রাজনৈতিক পরিবর্তনের মূল বিষয়। জনগণের ইচ্ছাই এ ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে।

আলী শামখানি বলেন, তুরস্কে শান্তি ও স্থিতিশীলতা নষ্টের যে কোনো পদক্ষেপকে ইরান দেশটির জনগণের মৌলিক স্বার্থের পরিপন্থী বলে মনে করে।

আপনার মন্তব্য

আলোচিত