সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬ জুলাই, ২০১৬ ১৩:৫৯

প্রধানমন্ত্রীকে ডিম ছুঁড়ে মারলো ক্ষুব্ধ জনতা

বক্তৃতা দেয়ার সময় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হুয়াং কি ওয়াংকে ডিম ও পানির বোতল ছুঁড়ে মেরেছে জনতা। এমন পরিস্থিতিতে তিনি বক্তব্য না দিয়েই স্থান ত্যাগ করেন।

শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সেওনজু বিমানঘাঁটি পরিদর্শনের পর স্থানীয়দের উদ্দেশে বক্তৃতাকালে এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, ওই এলাকায় সিউল ও ওয়াশিংটনের যৌথ উদ্যোগে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবেলায় 'থাড' নামের এ প্রতিরক্ষা ব্যবস্থার ঘোষণা গত সপ্তাহেই দেয়া হয়।

প্রধানমন্ত্রী যখন বলেন, নতুন এ ক্ষেপনাস্ত্র ব্যবস্থা স্থানীয়দের জন্য কোনো ক্ষতির কারণ হবে না, তখনই তার ওপর চড়াও হন বিক্ষুব্ধ জনতা। তারা প্রধানমন্ত্রী হুয়াং কি ওয়াংয়ের দিকে পঁচা ডিম ও পানির বোতল ছুঁড়ে মারতে থাকে। এ সময় ব্যাগ ও ছাতা দিয়ে দেহরক্ষীরা তাকে রক্ষার চেষ্টা করেন। অবশেষে তিনি বক্তব্য শেষ না করেই দ্রুত স্থান ত্যাগ করেন।

আপনার মন্তব্য

আলোচিত