সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬ জুলাই, ২০১৬ ১৫:১৭

তুরস্কে আটক দেড় হাজারের বেশি সেনা

তুরস্কে অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১৫৬৩ সেনাকে আটক করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম আনাতোলিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

এএফপি জানায়, আটককৃত সেনাদের বিরুদ্ধে অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তুর্কি এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরো জানায়, দেশটির ২৯ কর্নেল এবং পাঁচ জেনারেলকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাতে অভ্যুত্থানচেষ্টার শুরু থেকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৬০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তুরস্কের কর্মকর্তারা। তবে অন্য এক খবরে জানা গেছে নিহতের সংখ্যা ৯০ জন।

অভ্যুত্থানচেষ্টার পর ভারপ্রাপ্ত সেনাপ্রধান নিয়োগ করেছে তুরস্ক। দেশটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তুরস্কের স্থলবাহিনীর একটি অংশ ফার্স্ট আর্মির প্রধান উমিত দুন্দারকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে।

এএফপির সর্বশেষ খবরে বলা হয়, হুলুসি আকারকে উদ্ধার করেছে তুরস্কের সেনাবাহিনী। তাঁকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়।

আপনার মন্তব্য

আলোচিত