সিলেটটুডে ডেস্ক

১৬ জুলাই, ২০১৬ ২১:০০

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান: ২৭৪৫ জন বিচারককে অব্যাহতি

তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর দেশটির সরকার দেশটির বিচার বিভাগের ২৭৪৫ জন বিচারকে অপসারণ করেছে বলে ইংল্যান্ডের সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে প্রকাশ করেছে।

সংঘটিত এ সামরিক অভ্যুত্থানের সাথে তুরস্কের আরেক ইসলামিস্ট নেতা ফেতুল্লা গুলেনের যোগসূত্রে খুঁজতে তুরস্কের জাস্টিস ও প্রসিকিউটরদের সর্বোচ্চ কাউন্সিলের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ কাউন্সিলেরই কিছু সদস্যসহ সর্বমোট ২ হাজার ৭ শ ৪৫ জন বিচারকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি পাওয়া বিচারকরা গুলেন সমর্থক বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়।

এদিকে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদালু অ্যাজেন্সি জানিয়েছে, এ কাউন্সিলের ১০ জন সদস্যকে গ্রেফতার করেছে দেশটির সরকার। দেশটির ৪৮ জন প্রশাসনিক আদালতের সদস্য ও ১৪০ জন আপীল আদালতের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

প্রেসিডেন্ট এরদোয়ানকে উৎখান করতে শুক্রবার রাতে সংঘটিত এ সামরিক অভ্যুত্থানে দেশটির ১৬১ জন মানুষ নিহত হয়েছেন। ব্যর্থ এ সামরিক অভ্যুত্থানের পর ৫ জন জেনারেল ও ২৯ জন কর্নেলসহ প্রায় ৩ হাজার সামরিক সেনাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে দেশটির সরকার এ সামরিক অভ্যুত্থানকে যুক্তরাষ্ট্রে বসবাসরত তুরস্কের সংস্কারপন্থী ইসলামিক নেতা ফেতুল্লা গুলেন এর সমর্থকদের দ্বারা সংঘটিত হচ্ছে বলে দাবি জানিয়ে যাচ্ছে। যদি গুলেন এ সামরিক অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত