সিলেটটুডে ওয়েব ডেস্ক

২৯ জুলাই, ২০১৬ ২২:৩৫

সিগারেটসহ সব তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ

তুর্কমেনিস্তানে সিগারেটসহ তামাকজাত সব ধরনের পণ্যের বিক্রি নিষিদ্ধ করে দেয়া হল। একই সঙ্গে প্রকাশ্য ধূমপানেও নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। মধ্য-এশিয়ার এই দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বারদ্যমুখামেদো সরকারি এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন।

প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি নিজে স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন। মাঝেমধ্যেই তাকে রাস্তায় সাইক্লিং করতে দেখা যায়। নিয়মিত সকালে হাঁটাহাঁটি করেন তিনি। প্রেসিডেন্ট যে ধূমপানের ঘোরতর বিরোধী, এই নিষেধাজ্ঞা আরোপ করে তিনি তা বুঝিয়ে দিয়েছেন।

সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে দেশের কোনো দোকানে লুকিয়ে তামাকজাত পণ্য বিক্রির চেষ্টা হলে সর্বাধিক ১ হাজার ২০০ পাউন্ড (১ লাখ ২৫ হাজার টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে।

তুর্কমেনিস্তানে তামাকজাত পণ্য নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই সিগারেট নিয়ে কালোবাজারি শুরু হয়ে গেছে। রাজধানীর রাজপথেই চলছে সিগারেটের কালোবাজারি। যতই নিষেধাজ্ঞা থাক ৮ পাউন্ড খরচ করেও লোকজন লুকিয়ে সিগারেটর প্যাকেট কিনছে বলে জানিয়েছে ক্রোনো টিএম নামে একটি ওয়েবসাইট।

আপনার মন্তব্য

আলোচিত