সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১১ আগস্ট, ২০১৬ ১৪:০৫

লিবিয়ায় আইএসের হেড কোয়ার্টার দখলে নিয়েছে সরকারি বাহিনী

লিবিয়ার সির্তে শহরে কথিত ইসলামিক স্টেটের (আইএস) কথিত হেড কোয়ার্টার দখলে নেয়ার দাবি করেছে লিবিয়ার সরকারি বাহিনী।

বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, মিসরাতা শহরের কাছে সরকারি যোদ্ধারা এ সাফল্য অর্জন করেছে বলে দাবি করা হচ্ছে। একইসঙ্গে সির্তে শহরের প্রধান হাসপাতালের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে তারা।

বেশ কিছু আইএস যোদ্ধা আবাসিক এলাকাগুলোতে আটকা পড়েছে বলেও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

লিবিয়ার এই সির্তে শহরেই আইএসের শক্ত ঘাঁটি তৈরি হয়েছিল।

প্রসঙ্গত, লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়ে আইএসবিরোধী অভিযানে সহায়তা করছে।

আপনার মন্তব্য

আলোচিত