সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১২ আগস্ট, ২০১৬ ১৭:৫৮

খোদ রিপাবলিকানদের বিরোধিতার মুখে ট্রাম্প

নিজ দলেই বিরোধিতার মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে গিয়ে তাকে ঘরে বাইরে সর্বত্রই এখন যথেষ্ট বিপত্তিতে পরতে হচ্ছে। সম্প্রতি ট্রাম্পের নির্বাচনী প্রচারে অর্থ সহায়তা বন্ধের দাবি জানিয়ে দলের জাতীয় কমিটির কাছে চিঠি পাঠিয়েছেন ৭০ এর বেশি রিপাবলিকান। ট্রাম্পের অযোগ্যতা আগামী নভেম্বরের নির্বাচনে পার্টির ভরাডুবির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন তারা। খবর বিবিসি।

চিঠিতে দেখা যায়, নির্বাচনে ট্রাম্পের জয়লাভের ওপর কোনোভাবেই আস্থা রাখতে পারছেন না রিপাবলিকানরা। তারা মনে করছেন ট্রাম্পের বদলে দলের এখন সিনেট ও হাউজ অব রিপ্রেজেন্টিটিভস নির্বাচনে ঝুঁকির মুখে থাকা প্রার্থীদের বিজয়ী করায় মনযোগী হওয়া উচিত। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রিপাবলিকান দলের কয়েকজন সাবেক কংগ্রেস সদস্যও রয়েছেন।

রিপাবলিকান রাজনীতিবিদদের আশঙ্কা, নির্বাচনের ফল ডেমোক্রেটদের অনুকূলে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে ডোনাল্ড ট্রাম্পের অদূরদর্শীতা, অযোগ্যতা ও ব্যাপক অজনপ্রিয়তা। যত দিন যাচ্ছে, নির্বাচনে ট্রাম্পের জয়লাভের সম্ভাবনা তত কমছে।

ট্রাম্পবিরোধী রিপাবলিকানদের অভিমত, ট্রাম্পের সিল কাঁধে নেয়ায় দলে ভরাডুবির সম্ভাবনা তৈরি হয়েছে। আর এ ভরাডুবি ঠেকানোর জন্য রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের (আরএনসি) তহবিল ব্যয়ের খাত হিসেবে এখনই ট্রাম্পের বদলে সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভস নির্বাচনে ঝুঁকিপূর্ণ প্রার্থীদের বেছে নেয়া।

তবে এ নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন ট্রাম্প। বিষয়টি নিয়ে এ ধনকুবেরের অবস্থান হলো, দল তার কি অর্থায়ন বন্ধ করবে, বরং তিনিই রিপাবলিকান পার্টিতে টাকা দেয়া বন্ধ করে দেবেন।

এদিকে বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বদলে কংগ্রেস নির্বাচনের প্রচারণায় দলের তহবিল ব্যবহারের হুমকি দিয়েছেন আরএনসি চেয়ারম্যান রেইনস প্রিবাস। যদিও বিষয়টি অস্বীকার করেছেন ট্রাম্প।

ব্যক্তিগত আক্রমণের প্রবণতার কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোয় ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন নেতৃত্বস্থানীয় অনেক রিপাবলিকান। আর সাম্প্রতিক পোলগুলোতেও এ প্রেসিডেন্ট পদপ্রার্থীর সমর্থন কমে আসার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

আপনার মন্তব্য

আলোচিত