নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০১৫ ০৩:৪৮

বাংলায় মোদির টুইট: শুভেচ্ছা বাংলাদেশের জনগণকে

বাংলা ভাষায় বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে চমকে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলাদেশের স্বাধীনতা দিবসে টুইটারে বাংলা ভাষায় টুইট করে তিনি সবাইকে শুভেচ্ছা জানান। এর পর পরই একই টুইট তিনি ইংরেজিতেও করেন।

টুইটারের এ টুইটে বাংলাদেশের জনগণকে ‘স্থায়ী ও গুরুত্বপূর্ণ বন্ধু’ হিসেবে আখ্যা দেন।

নরেন্দ্র মোদি এর আগে পাকিস্তানের জাতীয় দিবসে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেও সে বিষয়ে টুইটারে পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানিয়ে কোন শব্দ খরচ করেননি।

২৬ মার্চ সকাল ৮:১৭-তে তিনি বাংলায় লিখেন-ভারতের স্থায়ী এবং গুরুত্বপূর্ণ বন্ধু বাংলাদেশের জনগণকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

এরপর ৮:১৯-তে তিনি ইংরেজিতে লিখেন- Independence Day greetings to the people of Bangladesh, a Nation that has always been an enduring & important friend for India.

আপনার মন্তব্য

আলোচিত