সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫ আগস্ট, ২০১৬ ১৪:৪৯

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি হত্যায় গ্রেপ্তার ১

নিহত মাওলানা আলাউদ্দিন আখঞ্জি

যুক্তরাষ্ট্রে ইমাম ও তাঁর সহকারী হত্যার দায়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিউইয়র্কের এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ডেইলি মেইল এ খবর জানিয়েছে।

জানা যায়, হত্যার পরবর্তী সময় হামলাকারীর স্কেচ তৈরি করে পুলিশ খোঁজ চালায়। এরপর ছদ্মবেশে থাকা হামলাকারী পুলিশের গাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ডেইলি মেইল আরো জানায়, হামলাকারী ব্যক্তির বন্দুক চালনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু বলেননি তিনি।

এটি ‘টার্গেট কিলিং’ ছিল কিনা, সেটিও নিশ্চিত করেনি নিউইয়র্ক পুলিশ। তবে জানা যায়, হত্যার সময় ইমামের সঙ্গে ১ হাজার ডলার ছিল। কিন্তু তা চুরি করে নেয়নি হামলাকারী। সুতরাং হামলাকারীর মূল উদ্দেশ্য ছিল ইমামকে হত্যা করা। কিন্তু কেন সে ইমামকে হত্যা করেছে তা এখনও রহস্য।

উল্লেখ্য, আল ফুরকান জামে মসজিদের সামনে শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে গুলি করে হত্যা করা হয় বাংলাদেশি ইমাম মাওলানা আলাউদ্দিন আখঞ্জি ও তার সহকারী তারা উদ্দিনকে। নিহত ইমামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে

আপনার মন্তব্য

আলোচিত