সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫৭

মালয়েশিয়ায় ট্রাক্টর দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত

মালয়েশিয়ায় বাঁধ নির্মাণ সাইটে কম্পেক্টর (ট্রাক্টর) দুর্ঘটনায় মারা গেছেন এক বাংলাদেশি শ্রমিক। নিহত শ্রমিকের নাম ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সময় রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মালয়েশিয়ার জালান ফ্লেডা কাহাং তিমুর, বাতু-৯, ক্লুয়াংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ক্লুয়াং পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ লাহাম বলেন, বাঁধ নির্মাণ সাইটে কাজের একপর্যায়ে বিশ্রাম নেওয়ার জন্য ইসলাম নামের বাংলাদেশি ওই নির্মাণ শ্রমিক ভারী একটি কম্পেক্টর (ট্রাক্টর) এর পাশে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরই সাইটে থাকা আরেক সহকর্মী অফিক এসে আগে সামনে-পেছনে খেয়াল না করে কম্পেক্টর (ট্রাক্টর) চালানো শুরু করতেই বাংলাদেশি শ্রমিক ইসলামের মাথায় আঘাত লাগে। তখন চালক সহকর্মী বিকট শব্দ শুনতে পেয়ে কম্পেক্টরটি বন্ধ করে দেন।

সহকর্মী ইসলামের অবস্থা আশঙ্কাজনক দেখে তিনি (অফিক) ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে সেখানকার পুলিশ।

পুলিশের সহকারী কমিশনার জানান, দুজন শ্রমিকই কুয়ালালামপুর কন্সট্রাকশন সাইটের শ্রমিক। সড়ক পরিবহন আইন ৪১ (১) ধারায় মামলা তদন্ত হচ্ছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত