সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৩০

নিরাপত্তা ঝুঁকিতে এবার বোরকা নিষিদ্ধ করল আইএস!

ছবি: রয়টার্স

নিরাপত্তার অজুহাতে এবার বোরকা নিষিদ্ধ করল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। যারা কিনা সিরিয়া ও ইরাকে নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকায়  একসময় প্রত্যেক নারীর  মুখ ঢাকা বোরকা পরা বাধ্যতামূলক করেছিল।

ব্রিটেনের ডেইলি মেইলের খবরে বলা হয়, ইরাকের উত্তরাঞ্চলের শহর মসুলে এই নিয়ম চালু করেছে আইএস। কারণ সেই বোরকা এখন তাদের মৃত্যুর কারণ হয়ে দেখা দিয়েছে।

আইএসের বেশ কয়েকজন সদস্য ছদ্মবেশী বোরকাধারীর আক্রমণে নিহত হয়েছে। ফলে আর ঝুঁকি নিতে রাজি নয় তারা।

নিয়ম করা হয়েছে, এখন থেকে নিরাপত্তা সেন্টারে ঢুকতে হলে মুখ দেখা যায় এমন ব্যবস্থা থাকতে হবে যাতে করে সঠিক মানুষ চেনা যায়।

উল্লেখ্য গত মাসে সিরিয়ার মানজাবি শহর আইএস মুক্ত হবার পর সেখানকার নারীরা বোরকা খোলে মুক্তির উচ্ছ্বাস করেন।

আপনার মন্তব্য

আলোচিত