সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১৭

কুয়েতে ফের বাংলাদেশি শ্রমিক নেয়া বন্ধের ঘোষণা

দীর্ঘ দিন বন্ধ থাকার পর গত মাসে আবার বাংলাদেশি শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছিল মধ্যপ্রাচ্যের ধনী দেশ কুয়েত। কিন্তু এক মাসের মাথায় তারা আবার আগের অবস্থানে ফিরে গেল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

গত মাসে (আগস্টে) শর্তসাপেক্ষে শ্রমিক নেয়ার কথা বলেছিল কুয়েত। এর মধ্যে একটি শর্ত ছিল যে শ্রমিকদের অবশ্যই নিজস্ব বাড়ি থাকতে হবে। দেশটির নাগরিকত্ব ও পাসপোর্ট বিষয়ক সহকারী সচিব শেখ মাজিন আল জারাহ গত সোমবার (৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে কুয়েতের দৈনিক পত্রিকা আল আনবা নিরাপত্তা দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে জানায়, বর্তমানে দেশটিতে বাংলাদেশি নাগরিকের সংখ্যা দুই লাখ।

এই তথ্য প্রকাশের পরপরই বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এলো।

ভবিষ্যতে সিদ্ধান্ত পরিবর্তন করা হবে কি না বা আরো শর্ত আরোপ করে বাংলাদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া চালু করবে কি না তা এখনো জানা যায়নি। তথ্যসূত্র: কুয়েত টাইমস

আপনার মন্তব্য

আলোচিত