সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০৯

বিশ্বের সন্ত্রাসকবলিত দেশের তালিকায় শীর্ষে ইরাক, চতুর্থ ভারত

বিশ্বের সন্ত্রাসকবলিত দেশের তালিকায় প্রথম স্থানে আছে ইরাক। এর পরের দুটি স্থানে আছে যথাক্রমে আফগানিস্তান ও পাকিস্তান। আর চতুর্থ স্থানে আছে ভারতের নাম।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল কনসোর্টিয়াম ফর দ্য স্টাডি অব টেররিজম অ্যান্ড রেসপন্সেস টু টেররিজম’-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে সারা বিশ্বে ১১ হাজার ৭৭৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ২৮ হাজার ৩২৮ জন মারা যায়। আহত হয় ৩৫ হাজার ৩২০ জন।

প্রতিবেদন অনুযায়ী, ভারতে ২০১৫ সালে মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছে ১৭৬ জন। ভারতে অর্ধেকের বেশি সন্ত্রাসী হামলা হয়েছে চারটি রাজ্যে। এসব রাজ্য হচ্ছে ছত্তিশগড়, মণিপুর, জম্মু ও কাশ্মীর এবং ঝাড়খন্ড। দেশটিতে ২০১৪ সালে মাওবাদী হামলায় ৭৬ জন প্রাণ হারায়। ২০১৫ সালে তা বেড়ে হয়েছে ১৭৬ জন।

আপনার মন্তব্য

আলোচিত