আন্তর্জাতিক ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৫৫

সিরিয়ায় ত্রাণবাহী ট্রাকবহরে বিমান হামলা, নিহত ১২

সিরিয়ার আলেপ্পোর কাছে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাকবহরে বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।

সিরিয়ার সামরিক বাহিনী যুদ্ধবিরতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওই হামলা হয়।

উর্ম আল-কুবরা এলাকায় ওই হামলায় বহরের ৩১টি ট্রাকের মধ্যে ১৮টি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নিশ্চিত করেছে জাতিসংঘ।

সিরিয়া বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত স্তাফান দি মিসতুরা এই হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, অনেক আলোচনা আর অনুমতির ফসল ত্রাণবাহী ওই ট্রাক বহরটি। আর তাই এ হামলা অত্যন্ত দুঃখজনক।

তবে হামলাটি বিমান হামলা কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহত ১২ জনের মধ্যে ত্রাণকর্মী ও ট্রাক ড্রাইভার রয়েছে। হামলার জন্য তারা সিরীয় অথবা রুশ বিমানকে দায়ী করেছে।

আপনার মন্তব্য

আলোচিত