সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:১৯

গোমূত্র, গোবর নিয়ে গবেষণার জন্য ভারতে গো-বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব

খুব শিগগিরই হয়তো ভারতে গরুর জন্য তৈরি হতে চলেছে আস্ত একটা বিশ্ববিদ্যালয়। যেখানে গরুর দুধ, গোমূত্র ও গোবর নিয়ে গবেষণা হবে, দেয়া হবে ডিপ্লোমা করার সুযোগ। হরিয়ানা সরকারকে এই প্রস্তাব দিয়েছে গৌসেবা আয়োগ।

আয়োগের চেয়ারম্যান ভানি রাম মঙ্গলা জানিয়েছেন, তিনি এই প্রস্তাব নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের সঙ্গে। এই বিশ্ববিদ্যালয় তৈরির জন্য ৫০০ একর জমিও চাইবেন।

তিনি জানান, "গোচোনা ও গোবর নিয়ে আমরা গবেষণা করতে চাই।" তাঁর দাবি, এই বিশ্ববিদ্যালয় তৈরি হলে যুব সম্প্রদায়ের সামনে চাকরির সুযোগ খুলে যাওয়ার পাশাপাশি গোরুর দুধও অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে।

গত কোরবানি ঈদের আগে কোথাও গরুর মাংস ব্যবহৃত হচ্ছে কি না, সেদিকেও বিশেষ নজরদারি করেছে গৌসেবা আয়োগ। মুসলিম অধ্যুষিত মেওয়া এলাকায় বিরিয়ানিতে মাটনের বদলে বিফ ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল আয়োগের পক্ষ থেকে।

আপনার মন্তব্য

আলোচিত