সিলেটটুডে ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:৫৫

ধর্ম অবমাননার অভিযোগে আদালত প্রাঙ্গণে হত্যা

আল্লাহ এবং ইসলাম অবমাননার অভিযোগে জর্ডানে আদালত প্রাঙ্গণে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছে।

রোববার জর্দানের রাজধানী আম্মানের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে নাহেদ সাত্তার নামের ওই খ্রিস্টান ধর্মাবলম্বীকে মাথায় গুলি করে হত্যা করা হয়।

নাহেদ নিজের ফেসবুক পেজে একটি কার্টুন শেয়ার করেন, যাতে বেহেশতের একটি কল্পিত দৃশ্যে দাড়িওয়ালা এক ব্যক্তি বিছানায় দুই নারীকে নিয়ে শুয়ে আছে এবং আল্লাহকে মদ পাঠাতে বলছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়। জর্দানের কর্তৃপক্ষ জানায়, ওই কার্টুনটি শেয়ার করে নাহেদ আইন লংঘন করেছেন।

পরে ধর্ম অবমাননার অভিযোগে নাহেদকে গত ১৫ আগস্ট গ্রেফতার করা হয়। রোববার শুনানিতে অংশ নিতে যাওয়ার সময় আদালত প্রাঙ্গনে তার মাথায় তিনটি গুলি করা হয়।

নাহেদের হত্যাকারীকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ হত্যার ঘটনাটি তদন্ত করছে।

জর্ডানের খ্রিস্টান এই লেখক ও মানবাধিকার আন্দোলনকারী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত