সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৫৭

পাল্টা হামলায় ভারতের ৩ নিরাপত্তা চৌকি গুড়িয়ে দিয়েছে পাকিস্তান

কাশ্মিরে সীমান্ত রেখা পেরিয়ে ভারতীয় সেনাবাহিনীর ঝটিকা হামলার পর সীমান্তে ভারতের গুরুত্বপূর্ণ তিনটি নিরাপত্তা চৌকি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। বুধবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে ভারতীয় হামলায় দুই পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর বৃহস্পতিবার ওই তিন চৌকিতে হামলা চালায় পাকিস্তান।

পাকিস্তানের টিভি চ্যানেল ‘সামা টিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামলা পরবর্তী একটি ভিডিও চিত্রও প্রকাশ করেছে টিভি চ্যানেলটি।

সামা টিভি'র প্রতিবেদনে বলা হয়, সীমান্তের কাছে চৌকির সঙ্গে ভারতীয় বাহিনীর প্রধান সরবরাহ রুট বিচ্ছিন্ন করে দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ব্যাপক প্রাণহানি হয়েছে বলে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে দাবি করেছে ওই টিভি চ্যানেলটি।

এদিকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামে কাশ্মির সীমান্তে ভারতের সেনা অভিযানের  পর এক বিবৃতি দিয়েছে পাক সামরিক বাহিনীর জনসংযোগ দফতর। বিবৃতিতে পাকিস্তানের ভেতরে হামলার তথ্য নাকচ করে দিয়ে পাক সেনাবাহিনী বলেছে, সীমান্তে গোলাগুলিতে দুই পাক সেনা নিহত হয়েছে।

বুধবার রাতে পাকিস্তান সীমান্তের ভেতরে ঢুকে ভারতের সেনাবাহিনীর অভিযানের পর দুই দেশের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এর জের ধরে কাশ্মিরের মেন্ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলি চলছে বলে ইন্ডিয়া ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার গভীর রাতে কাশ্মিরের ৭টি সন্ত্রাসী আস্তানায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ (পূর্ব ঘোষণা ছাড়াই ঝটিকা সেনা অভিযান) নামে ভারতীয় সেনাবাহিনী অভিযান চালায়। এ অভিযানে দুই পাক সেনা নিহত হন।

আপনার মন্তব্য

আলোচিত