সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৭ অক্টোবর, ২০১৬ ১০:৩২

ভয়াবহ হ্যারিকেনে হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮৩

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতিতে মঙ্গলবার আঘাত হানা প্রলয়ংকারি হ্যারিকেনে ম্যাথিউতে  মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সর্বশেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩ বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এ সংখ্যা আরও বড়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

হারিকেন ম্যাথিউকে বলা হচ্ছিল এক দশকের মধ্যে ক্যারিবীয় অঞ্চলের  সবচেয়ে ভয়াবহ হারিকেন। হাইতির সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি। নিহতদের মধ্যে দেশটির দক্ষিণের শহর রশে-এ-বাতিয়ুতেই রয়েছেন প্রায় ৫০ জন।

দেশটির প্রধান শহর জেরেমিনের ৮০ শতাংশ ভবনই বিধ্বস্ত হয়েছে। সুদ রাজ্যের ৩০ হাজার ঘড়বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এগোতে থাকা ম্যাথিউ এখন চার মাত্রার হারিকেন; ভয়াবহতার দিক থেকে যা দ্বিতীয় সর্বোচ্চ। বৃহস্পতিবার অবশ্য এটিকে তিন মাত্রার বলা হয়েছিল।

হাইতির সরকারি হিসাবে এর আগে বলা হয়েছিল ১শর কিছু বেশি মানুষ মারা গেছেন।

হাইতি, কিউবা এবং ডোমিনিক্যান রিপাবলিকের উপর তাণ্ডব চালানোর পর বাহামাসেও আঘাত হেনেছে ক্যারিবীয় অঞ্চলের এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন ম্যাথিউ।    

জাতিসংঘের এক হিসেবে দেশটিতে এখন প্রায় সাড়ে ৩ লাখ মানুষের সাহায্য-সহযোগিতা প্রয়োজন। আমেরিকান রেড ক্রসের একজন মুখপাত্র জানিয়েছেন, মোবাইল নেটওয়ার্কের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত