সিলেটটুডে ডেস্ক

১৩ অক্টোবর, ২০১৬ ২৩:৫৭

জাতিসংঘের নতুন মহাসচিব আন্তোনিও গুতেরেস

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হলেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস। আগামী ১ জানুয়ারি ২০১৭ থেকে পাঁচ বছরের জন্য এই দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

গত এক দশক ধরে জাতিসংঘের উদ্বাস্তু প্রধানের পদ সামলাচ্ছিলেন। মনে করা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে বান কি মুন দায়িত্ব থেকে সরে গেলে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন গুতেরেস। গত সপ্তাহে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সিক্যুরিটি কাউন্সিলের তরফ থেকে তাঁকে সর্বসম্মতভাবে সমর্থন করা হয়। এই পদের জন্য আবেদন করার সময় গুতেরেস কয়েকটি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। মানবাধিকার, জাতিসংঘের কর্মপদ্ধতিতে পরিবর্তন আনা এবং বিভিন্ন প্রাকৃতিক এবং সংঘর্ষের কারণে প্রাণহানির ক্ষেত্রে দ্রুত কাজ করা।

বিশ্ব এখন এক অত্যন্ত সমস্যদীর্ণ সময়ের মধ্যে দিয়ে চলেছে। সিরিয়ায় পরিস্থিতি ক্রমাগত জটিল হচ্ছে, লাখ লাখ মানুষ ভিটে হারিয়ে পাড়ি দিচ্ছেন ভিন্ দেশে, দক্ষিণ সুদান এবং ইয়েমেনের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এমন একটি সময়ে আন্তনিও দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।

আপনার মন্তব্য

আলোচিত