আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর, ২০১৬ ০৯:১২

নাডার প্রভাব: ত্রিপুরায় ১ ব্যক্তির মৃত্যু

ঘূর্ণিঝড় নাডার কারণে সৃষ্ট নিম্নচাপে ভারি বর্ষণে বিশ্বজিৎ দেব নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (০৬ নভেম্বর) বিকেলে হাওড়া নদী পারাপার হওয়ার সময় তার মৃত্যু হয়।

বিশ্বজিৎ আগরতলার ভাটি অভয়নগর এলাকার বাসিন্দা, এসময় স্থানীয়রা খবর দিলে উদ্ধার কর্মীদের এসে নদী থেকে মরদেহ তোলেন।

এদিকে বর্ষণের ফলে রাজধানী আগরতলার পার্শ্ববর্তী চানপুর এলাকা ডুবে প্রায় ২১টি পরিবার ইতোমধ্যে অস্থায়ী ত্রাণ-শিবিরে আশ্রয় নিয়েছে। এছাড়া পার্শ্ববর্তী চানপুর স্কুলকে আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে রাখা হয়েছে। পানি বন্দি মানুষের সাহায্যে কাজ করছে মহকুমা প্রশাসন। পানি বন্দিদের উদ্ধার করে ত্রাণ-শিবিরে নিয়ে আসা হচ্ছে।

বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন সদর মহকুমা প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত