সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৯ নভেম্বর, ২০১৬ ১৩:৪৪

দেশান্তরী হওয়ার উপায় খুঁজছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা!

যুক্তরাষ্ট্র থেকে বিশ্বের অন্য কোনো দেশে স্থায়ী বসবাসের উপায় নিয়ে গুগল সার্চ ইঞ্জিনে খুঁজতে শুরু করেছেন দেশটির নাগরিকরা। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে এ মুহূর্তে এগিয়ে রয়েছেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প।

গুগলে ‘এমিগ্রেট’, ‘হাউ টু এমিগ্রেট টু কানাডা’ ইত্যাদি শব্দ বা শব্দগুচ্ছ নাগরিকরা খোঁজা শুরু করলে বিস্ফোরণের মতো অবস্থা সৃষ্টি হয়। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় টাম্প জয় পাওয়ার পরপরই এ অবস্থার সৃষ্টি হয়।

বিশালসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী ‘বিশ্বের সমাপ্ত’ (এন্ড অব দ্য ওয়ার্ল্ড) লিখেও খুঁজছেন।

সর্বশেষ তথ্যমতে, ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ২৬৪টি পেয়ে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। আর ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৫টি।

এদিকে, কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছেন অনেক। এর ফলে মাঝেমধ্যে বন্ধ পাওয়া যাচ্ছে সাইটটি। বিপুলসংখ্যক ভিজিটর একই সময়ে ঢোকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত