০৯ নভেম্বর, ২০১৬ ১৫:৪২
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর হতাশা, ক্ষোভ, দুঃখের অন্ধকার নেমে এসেছে ডেমোক্রেট শিবিরে।
নির্বাচনের আগের সকল জরিপে হিলারির জয় ছিল স্পষ্ট। কিন্তু মঙ্গলবার ফলাফল ঘোষণার শুরু থেকেই পাল্টে যেতে থাকে চিত্র। রাত যত এগিয়েছে, ততোই অন্ধকারাছন্ন হয়েছে হিলারির নির্বাচনী শিবির। ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ পেতে শুরু করে হিলারি সমর্থকদের হৃদয় ভাঙ্গা পোস্ট।
রাত বাড়ার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হতে থাকে হিলারির পরাজয়। একসময় নিশ্চিত হয়ে যায় তা। আর হিলারির সমর্থকরা কান্নায় জড়িয়ে ধরেন একে অপরকে।
সর্বশেষ পাওয়া খবরে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ২৭৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮টি ইলেক্টোরাল ভোট।
ইলেক্টোরাল ভোটে বড় ব্যবধানে হারলেও জনগনের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুজনের। ৫ কোটি ৭২ লাখ ভোট পেয়েছেন ট্রাম্প, আর হিলারি পেয়েছেন ৫ কোটি ৬২ লাখ পপুলার ভোট।
আপনার মন্তব্য