০৯ নভেম্বর, ২০১৬ ১৮:২০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের তুলনায় ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বেশি পছন্দের ছিলেন। রাখঢাক না করেই পুতিন আগেই তা জানিয়েছিলেন।
পুতিনের পছন্দের ট্রাম্পকেই যুক্তরাষ্ট্রের নাগরিকরা প্রেসিডেন্ট হিসেবে বেছে নেয়ায় খুশিমনে দ্রুতই অভিনন্দন জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট।
অভিনন্দন বার্তায় পুতিন ট্রাম্পকে বলেন, রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কে সংকট কাটিয়ে ওঠায় একযোগে কাজ করে যাওয়ার আশা প্রকাশ করছি। এখন থেকে দুদেশের মধ্যে সমস্যামুক্ত সম্পর্ক স্থাপন হবে।"
পাশাপাশি বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক ইস্যুতে চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেয়ার কথাও উল্লেখ করেন পুতিন।
নির্বাচনের আগে পুতিন বলেছিলেন, " একমাত্র ট্রাম্পই মস্কো ও ওয়াশিংটনের মধ্যে চলমান বিপজ্জনক বিরোধ মেটাতে সক্ষম।"
বুধবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে জনপ্রিয় ও ইলেক্টরাল দুই ধরনের ভোটেই হিলারি ক্লিনটনকে বড় ব্যবধানে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আপনার মন্তব্য