অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০১৬ ১২:৪৯

‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর গায়ক লিয়ন রাসেল আর নেই

১৯৭১ সালের যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের জন্য ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ গান গাওয়া রক মিউজিসিয়ান লিয়ন রাসেল আর নেই।

রোববার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেনেসির নাশভেলিতে মৃত্যুবরণ করেন বিশ্ববিখ্যাত এ পিয়ানিস্ট, গিটারিস্ট ও সঙ্গীতস্রষ্টা।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তাঁর অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, ঘুমের মধ্যে নিভৃতেই মৃত্যুবরণ করেন রাসেল। দীর্ঘদিন ধরে তিনি স্নায়ুরোগে ভুগছিলেন বলে জানা গেছে। ২০১০ সালের জুলাইয়ে হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন তিনি।

লিয়ন রাসেল বিশ্বব্যাপী তাঁর গানের পাশাপাশি ফ্যাশন আইকন হিসাবেও বিখ্যাত ছিলেন। লম্বা হ্যাট, ঘাড় ছাড়ানো লম্বা চুল ও লম্বা দাড়িতে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী রাসেল তার গানের কথায়ও ছিলেন অনবদ্য। ষাটের দশকে তার সঙ্গীতের উত্থান এবং দীর্ঘকাল পর্যন্ত তার সঙ্গীতের আবেশ মাতিয়ে রেখেছে রক মিউজিক প্রেমীদের।


১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত 'কনসার্ট ফর বাংলাদেশ'-এ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সমর্থন জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত